• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ১১:৩০ এএম
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রাঙামাটি কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহারে প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হ্লাথোয়াই মারমা সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মংসুইপ্রু মারমা। কঠিন চীবর দানোৎসসে চিৎমরম বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপঙ্কর তালুকদার, ব্যাঙছড়ি মারমা পাড়া ধর্ম উজ্জ্বল বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষ উ.সনা মহাথের।

এ সময় প্রধান দায়কের বক্তব্যে দীপঙ্কর তালুকদার বলেন, দানোত্তম কঠিন চীবর দান এই দান বছরে শুধু একবার হয়ে থাকে। তাই সবাইকে এই মহতী পুণ্যানুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্যের ভাগীদার হওয়ার জন্য আহ্বান জানাই।

এ সময় পঞ্চশীল প্রার্থনা, অষ্টশীল প্রার্থনা, সংঘ দান, বৌদ্ধমুক্তি দান, চীবর দান, পানীয় দান, কল্পতরুসহ উৎসর্গ করা হয়। ধর্মীয় আলোচনা ও বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় ভিক্ষুগণ প্রার্থনা পরিচালনা করেন।

এ সময় সম্মানিত দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।

Link copied!